পেশা ও নেশা দুটি ভিন্ন বিষয়ের একই রূপ। দুটি বিষয়েই মানব জীবনে সাথে ওতপ্রতভাবে জড়িত। নেশা মানে আকর্ষণ বা মনের অভিব্যক্তির টান।পেশা জীবনধারণের জন্য অপরিহার্য ও অবিচ্ছেদ্য একটি বিষয়। পেশা ছাড়া মানুষ চলতে পারে না। জীবনে চলার জন্য কোন না কোন পেশাকে অবলম্বন করে বেঁচে থাকতে হয় বা জীবনধারণ করতে হয়। পেশা মানুষকে খাদ্যের যোগান দেয়। পেশা মানুষের পরিচয় এর মূল ভিত্তি। পেশার মাধ্যমে মানুষ সমাজে ও রাষ্ট্রে পরিচিত হয়ে আসছে। পেশা ছাড়া মানুষ কখনো চলতে পারে না। পেশার মাধ্যমে মানুষ সম্মান যশ খ্যাতি প্রভাব-প্রতিপত্তি সবকিছুই লাভ করে থাকে। পেশাহীন মানুষ সমাজে অচল বললেই অতুক্তি হবে না। আমাদের সমাজে প্রতিটি মানুষ কোন না কোন পেশা নিয়ে বেঁচে আছেন বা জীবন ধারণ করে থাকে। সমাজে পেশাজীবী মানুষের সংখ্যাই বেশি। যথা,,,,
চাকুরিজীবী শ্রমজীবী দিনমজুর জেলে কুমার তাঁতি সহ অসংখ্য পেশাজীবী মানুষ।
নেশা মানে মনের টান বা অসক্তি বা অভ্যাস। নেশার টানে মানুষ ভুবন ভুলে যায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। নেশায় আবেগ বিবেক কিছুই বুঝে না। নেশাগ্রস্ত মানুষ নেশার টানে ছুটে চলে সাত সমুদ্র তের নদী। নেশার আকর্ষণে মানুষ প্রেমে বিভোর হয় জাতিভেদ ভুলে গিয়ে জাত বিজাত বা ধর্মের সীমারেখা থাকে না। নেশাগ্রস্থ মানুষ পাপ পূণ্যের ধার ধারেনা। উদাহরণস্বরূপ বলা যায় ধনী ধরিদ্রের কিংবা হিন্দু মুসলিমের বুদ্ধ-খ্রীষ্টানের প্রেম। পরকীয়া প্রেম যুবক বৃদ্ধার প্রেম ইত্যাদি।চুরুট কিবা মাদকাসক্তি নেশার ভিত্তিতেই হয়ে থাকে। মানুষ সহজেই নেশা থেকে ফিরে আসতে পারে না। নেশার আকর্ষণ চরম আকর্ষিত একটি মোহ। নেশা অনেক প্রকারের রয়েছে। লেখালেখির নেশা সাহিত্য সাধনার নেশা কিবা মাছ ধরার নেশা গল্পের নেশা আড্ডার নেশা ইত্যাদি। নেশা কে শখও বলা যায়। নেশা হচ্ছে আবেগের অভিব্যক্তি পক্ষান্তরে পেশা হচ্ছে বিবেকের অভিব্যক্তি।পেশা যাই হোক না কেন প্রত্যেক মানুষের এক একটি নেশা থাকে যেই নেশা থেকে ফিরে আসা অসম্ভব। মানুষ পেশাকে অবলম্বন করে জীবন ধারণ করে থাকলেও নেশা তার বাহ্যিক ও অপশনাল একটি বিষয়। নেশা বড়ই অদ্ভুত। নেশা ও পেশাকে মিলিয়ে চলতে পারাই সফল মানুষের কাজ। শুধুমাত্র পেশা নিয়ে বেঁচে থাকা মানুষ রোবট সমতুল্য। যেহেতু পেশার পাশাপাশি নেশার আসক্তি অস্বাভাবিক কিছু নয়। উদাহরণস্বরূপ বলা যায় আমার পেশা হচ্ছে চাকুরী। নেশা সাহিত্য সাধনা। বাহ্যিকভাবে নেশাকে দূষনীয় বলা বুদ্ধিমানের কাজ হতে পারে না। একথা অনস্বীকার্য যে নেশা ও পেশার সংমিশ্রনেই মানুষের জীবন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন