বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

'পাড়ায়-মহল্লায় দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে' শীলকূপে জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে বক্তারা

জনপদসংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী শীলকূপ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে মহল্লা পাড়া মার্কেটস্থ ময়দানে সহযোগী সদস্য সমাবেশ সম্পন্ন হয়েছে।শুক্রবার (২৫ অক্টোবর) রাতে অনুষ্ঠিত এ সহযোগী সদস্য সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. নুরুচ্ছফা। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'গণআন্দোলনের মুখে ৫ই আগষ্ট বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পরে, বিগত ১৭ বছরের দুঃখ কষ্টগুলো ভুলে গিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের প্রত্যেকটা দুর্যোগে সবার আগে জনগনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইসলামী আন্দোলনের কর্মীদের বসে থাকার সুযোগ নেই। তারা সকল অবস্থায় যতটুকু সুযোগ পাবে তা কাজে লাগিয়ে আল্লাহ তা'আলা মনোনীত দ্বীন ইসলামের কথা বলবে। আমরা প্রতিটি পাড়ায়, মহল্লায় মানুষের কর্ণকুহরে দ্বীনের কথা, ইসলামের সুশীতল শান্তির কথা বলবো। আমাদের বিশ্রামের জায়গা দুনিয়া নয়, আমাদের মূল গন্তব্য মঞ্জিল মাকসুদের দিকে ধাবিত হবো, ইনশাআল্লাহ।'

অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাও জাহেদুল ইসলাম। ইউনিয়ন যুব বিভাগের সভাপতি পারেসুল আলমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শীলকূপ ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম, সেক্রেটারী রবিউল আলম, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আবছার উদ্দীন, মাও জাহেদুল ইসলাম, মাও মুহাম্মদ আরমান হাকিম। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাও হোসাইন আহমদ কাসেমী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেজাউল করিম, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারি মাওলানা শফিউল্লাহ, বায়তুল মাল সম্পাদক মাও হামিদুল্লাহ, ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি মুহাম্মদ লোকমান হাকিম প্রমূখ।





বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.