বাঁশখালী জনপদ ডেস্ক: চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু পত্রিকার বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক এনামুল হক রাশেদী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
সিএনজি চালিত অটোরিক্স যোগে সাতকানিয়া থেকে বাঁশখালীতে ফেরার পথে চুড়ামনি এলাকায় বাঁশবোঝাই ট্যলি গাড়ীর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
গত শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সাতকানিয়া এলাকায় একটি প্রোগ্রাম শেষ করে সিএনজি যোগে বাঁশখালীতে ফেরার পথে হঠাৎ সামনে থেকে একটি বাঁশবোঝাই ট্যলি গাড়ি এসে তাদের বহনকৃত সিএনজিটিকে স্বজোরে ধাক্কা দিলে বোঝাইকৃত বাঁশগুলো সিএনজি গাড়ীর ডান দিকে ভিতরে ডুকে যায়। বাঁশের মাথা সিএনজি গাড়ীর যাত্রী সাংবাদিক রাশেদীর বুকে লেগে তিনি মারাত্মকভাবে যখম হন। তাকে অন্যন্য যাত্রী ও চালক সহ স্থানীয়রা উদ্ধার করে গুনাগরীস্থ বাঁশখালী আধুনিক হাসপাতালে ভর্তি করান।
বাঁশখালী আধুনিক হাসপাতালের কর্মরত চিকিৎক ডা: বাকি বিল্লাহ্ জানান, আহত সাংবাদিক এনামুল হক রাশেদী’র বুকে মারাত্মকভাবে যখম হয়েছে, তার বুকের ডান পাশে তিনটি সেলাই করা হয়েছে এবং দুই সপ্তাহ বিশ্রামে থাকারও পরামর্শ দেন চিকিৎসক।
বাঁশখালীজনপদ২৪.কম/রানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন