বাঁশখালীতে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই!
শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৫ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার সহ দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এঘটনায় আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে মানিক ধর, কাঞ্চন ধর, রঞ্জন ধর এর বাড়িসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানিক ধর জানান, আমার দুই ছেলে বিদেশে যাওয়ার জন্য অনেক কষ্টে টাকা পয়সা জমা করে রেখেছিল। ওই সব নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্থরা জানান, পুড়ে যাওয়া মালামাল, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
http://www.banshkhalijanaphad24.com/Rana
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন