জনপদ ডেস্ক: বাঁশখালীতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জাতীয় পার্টি ও মহাজোট সমর্থিত লাঙ্গল প্রতীকে মনোনীত মাহমুদুল ইসলাম চৌধুরীর গণসংযোগ থেকে ফেরার পথে তার গাড়ী বহরে দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় হামলায় ৩টি গাড়ি ভাংচুর ও আহত হয়েছে ১০ নেতাকর্মী।
হামলার বিষয়ে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, পৌরসভার গ্রীন পার্কের সামনে পুলিশ ও বিজিবির উপস্থিতিতে আমাদের পথসভায় উপর হামলা চালায় দুর্বৃত্তরা।এতে আমার ১০ কর্মী আহত হয়।আহতদের কয়েকজনকে চমেক হাসপাতালে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে জানতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্থতা দেখিয়ে কোন কথা বলেননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন