জনপদ ডেস্কঃ বাঁশখালী ব্লাড ব্যাংক মানবতার সেবায় স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। একঝাঁক তরুণের সমন্বয়ে সংগঠিত এ স্বেচ্ছাসেবী সংগঠন যে কোন জরুরী মুহূর্তে ব্লাড দিয়ে সহযোগীতা করে যাচ্ছে বাঁশখালী সহ পুরো চট্টগ্রামে। সেবা ও সহযোগীতায় এ সংগঠন বেশ সুনাম কুড়িয়েছে ইতোমধ্যে।
স্বামী বিবেকানন্দের ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে পূর্ব চাম্বল শ্রী শ্রী রক্ষাকালী বাড়ী প্রাঙ্গনে আগামী ১ মে, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুফ নির্ণয় করবে বাঁশখালী ব্লাড ব্যাংক।
স্বেচ্ছায় রক্তদান সংশ্লিষ্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন "CTG BLOOD BANK" ও "বাঁশখালী ব্লাড ব্যাংক" পরিবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ স্বেচ্ছায় রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং সচেতনতার লক্ষ্যে নানা কর্মসূচী নিয়ে ধারাবাহিক কাজ করে যাচ্ছে স্বেচ্ছায় বিরামহীনভাবে।
দক্ষিণ চট্টগ্রাম বাঁশখালীর বিবেকানন্দ হিউম্যান সোসাইটি এর আয়োজনে এবং CTG BLOOD BANK ও বাঁশখালী ব্লাড ব্যাংক এর সহযোগীতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী আয়োজন করেছে সংগঠনটি। এই কর্মসূচীর মাধ্যমে যে কোন মানুষ চাইলেই সম্পূর্ণ বিনামূল্যে নিজের রক্তের মূল্যবান গ্রুপ জেনে নিতে পারবেন।
বর্তমান সময়ে নিজের রক্তের গ্রুপ জেনে রাখার মত জরুরী কিছুই নাই। তাই তারা সচেতনতা বৃদ্ধির লক্ষে ফ্রি ব্লাড গ্রুফ নির্ণয় কার্যক্রম ধারাবাহিকভাবে অক্ষুন্ন রেখেছেন। রক্তের গ্রুপ জেনে নিতে এবং রক্তের গ্রুপ জেনে রাখতে অন্যজনকেও উৎসাহিত করতে তাদের এই কর্মসূচী।
সার্বিক যোগাযোগঃ 01812521171( সজীব ) 01819617192 (স্বারূপ)
বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
সার্বিক যোগাযোগঃ 01812521171( সজীব ) 01819617192 (স্বারূপ)
বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন