শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালীতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়ন (রেজিঃ ২৮৯০/১৮) এর উদ্যোগে শেখেরখীল মাহমুদুল্লার দোকান থেকে মৌলভী বাজার পর্যন্ত র্যালী পরবর্তী ছনুয়া স্টীল ব্রীজ সংলগ্ন এলাকায় বুধবার সকাল ৮টায় অালোচনা সভা সম্পন্ন হয়েছে।
বাঁশখালী লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি মাওলানা বজল আহমদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক এ্যডভোকেট জালাল উদ্দীনের পরিচালনায় সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলা আমীর, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ-সম্পাদক ওট্রেড ইউনিয়নের সম্পাদক শরফুল আমিন চৌধুরী, বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাওলানা মোক্তার হোসাইন।
সভায় প্রধান অতিথি অধ্যক্ষ জহিরুল ইসলাম তার বক্তব্যে, "বাঁশখালী উপকূলের সাধারণ শ্রমিকগণ কঠিন পরিশ্রম করে লবণ উৎপাদন করে কিন্তু তারা লবণের ন্যায্য মুল্য পায়না বলে জানান। ভারত ও মায়ানমার থেকে লবণ এনে বিক্রি করার কারণে দেশীয় বাজারে দেশীয় লবণের ন্যায্য মুল্য পাচ্ছেনা শ্রমিকেরা। তিনি কর্মক্ষেত্রে নানা দূর্ঘটনায় আহত, নিহত শ্রমিকদের বিভিন্ন ভাতা প্রদানের দাবীও জানান। শ্রমিক বান্ধব কর্মক্ষেত্র সৃষ্টির দাবী জানান। তাছাড়া আসন্ন পবিত্র মাহে রমজান মাস যথাযথ মর্যাদায় পালনের জন্য আহ্বান জানান।"
শ্রমিক দিবসের তাৎপর্য নিয়ে অন্যন্য বক্তারা বলেন, ১৮৮৬ সালে মে মাসের প্রথম দিনে শিকাগো শহরে তিন লক্ষাধিক শ্রমিকের সমাবেশ হয়। মালিক পক্ষ ও রাষ্ট্র পক্ষ আন্দোলনকারীর উপর হামলা, গুলি করে এবং বিচারের নামে সংগঠকদের ফাঁসিও হয়। পর্যায়ক্রমে শ্রমিক সংগঠন আন্দোলনের মাধ্যমে দিবসটি ক্রমে প্রতীক হয়েছে। বির্শ্বের প্রত্যেকটি দেশ এই যে দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করে। বাংলাদেশের শ্রমিকেরা এখনো তাদের ন্যায্য অধিকার ভোগ করতে পারেনা। উপস্থিত শ্রমিকদের সবাইকে যার যার কর্মস্থলে সুশৃঙ্খলভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের অর্থ সম্পাদক শেখেরখীল ইউপির সদস্য শাকের উল্লাহ, কার্যকরী পরিষদের সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, আ.ন.ম মহি উদ্দিন, শেহাব উদ্দিন, মোস্তাফা আলী প্রমূখ। তাছাড়া বাঁশখালীস্থ রিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন