বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

NSI কি? কিভাবে যোগদান করবেন?

জনপদ ডেস্কঃ আমেরিকার CIA(Central Intelligence Agency), ভারতের RAW (Research and Analysis Wing), পাকিস্তানের ISI(Inter-Services Intelligence) এর মতো NSI ( National Security Intelligence) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অন্যতম প্রধান, জাতীয়, বেসামরিক, স্বাধীন ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। NSI এঁর প্রধান কার্যালয় ১ সেগুনবাগিচা, ঢাকা-তে অবস্থিত।  ১৯৭২ সালের ২৯শে ডিসেম্বর কেবিনেট মিটিং-এ  একটি রেজুলেশনের মাধ্যমে ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’ প্রতিষ্ঠা করা হয়। NSI মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরাসরি কর্তৃত্বে পরিচালিত হয়। এটি স্বাধীন বেসামরিক গোয়েন্দা অ্যাজেন্সি। দেশের ভেতরের নিরাপত্তা সম্পর্কিত কার্যক্রম ব্রিটিশ সিউকিউরিটি সার্ভিস তথা MI5 এঁর অনেকাংশে সদৃশ হলেও বৈদেশিক নিরাপত্তা সম্পর্কিত কার্যক্রমসমূহ MI6 এঁর অনুরুপ নয়। আমেরিকার CIA, ভারতের RAW বা পাকিস্তানের ISI অথবা ইসরায়েলের মোসাদের মতই, বাংলাদেশের বিদেশি বিভিন্ন কূটনীতিক মিশন ও অ্যাঁম্বাসিসমূহে  NSI এঁর অফিস রয়েছে বলে বিশ্বাস করা হয়ে থাকে। এছাড়াও বাংলাদেশের ৬৪টি জেলায় একজন জয়েন্ট ডিরেক্টর/ডেপুটি ডিরেক্টরের অধীনে একটি করে NSI-এঁর কার্যালয় রয়েছে। NSI এর নীতিবাক্য (Motto) হলো "Watch and Listen for the Nation,To protect National Security".
                   "
[১] বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থাটি দেশের বাইরের বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়ের,স্থানের গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও মূল্যায়নে কার্যক্রম পরিচালনা,

[২] রাষ্ট্রীয় নিরাপত্তা ও অখন্ডতা, জঙ্গি তৎপরতা,বাইরের দেশের হুমকির বিষয়গুলি দেশের ভিতরে ট্যাকল দিয়ে গোয়েন্দা তথ্য জোগাড় করে বিশ্লেষণ করা, প্রয়োজন অনুসারে সরকারকে জানানো,

[৩] সরকারী চাকুরীজীবীদের উপর নজর রাখা,

[৪] যুদ্ধ কৌশল সংক্রান্ত ব্যাপারে সামরিক বাহিনীকে পরামর্শ দেয়া ইত্যাদি।

[৫] রাষ্ট্রপতির বিশেষ অনুরোধে সেনাবাহিনী বা অন্যান্য সামরিক, আধা-সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় এবং NSI অফিসারদের মধ্য থেকে বাছাই করে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের মাধ্যমে Clandestine Operation বা Covert Operation চালানো। 

                 "NSI এর প্রশিক্ষণ"

বাহিনীতে চুড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের প্রথমে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয়। সাধারণত গোপনীয়তা বজায় রেখে প্রশিক্ষণ হয়।চৌকশ এই গোয়েন্দা সংস্থার সদস্যদের দেশে এবং দেশের বাইরে অনেক উচ্চতর ও বুনিয়াদি প্রশিক্ষণ হয়। তবে সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, ডিজিএফআই’র সঙ্গে ঘনিষ্ঠ প্রশিক্ষণ হয়, তাদের নিজস্ব ফ্যাসিলিটিতে। বর্তমানে ঢাকার ঢাকার ধামরাইয়ে ৯.৫৬ একর জমির উপর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মান করা হচ্ছে, যেখানে এনএসআই সদস্যদের পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যদেরকেও নিরাপত্তা প্রশিক্ষণ দিতে পারবে।

     "NSI এ আবেদন করার যোগ্যতা"

নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী অষ্টম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়। NSI তে সহকারী পরিচালক পদে ৯ম শ্রেণির বেতনকাঠামোতে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে স্নাতক ডিগ্রীধারীরা যোগ দিতে পারে। কয়েকটি পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়ে থাকে । টেলিফোন ইঞ্জিনিয়ার, ফিল্ড অফিসার ও গাড়িচালক পদে দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারে। প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

          "NSI এর বেতন কাঠামো"

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বাহিনীতে সম্মান এবং দুঃসাহসিক ক্যারিয়ারের পাশাপাশি সদস্যরা সরকারের জাতীয় বেতন স্কেলে বেতন-ভাতাদি পেয়ে থাকেন। তবে যারা NSI তে চাকরি করে,অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তুলনায় বেশি হারে ভাতা পেয়ে থাকেন। ঝুকিপুর্ন কাজে অংশগ্রহণ করতে হয় বলে বাংলাদেশ সরকার তাদেরকে এই বিশেষ ভাতা প্রদান করে থাকে।

             "NSI এর পরীক্ষা পদ্ধতি"

চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে প্রার্থীকে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা তিন ধাপে পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারি ১০০ মার্কস এঁর হয়ে থাকে। ২০১৭ সালের প্রিলি পরিক্ষায়ঃ (a) Bangla - 20 Marks
(b) English - 20 Marks (c) ICT - 10 Marks (d) Mathematics - 15 (e) G. Knowledge - 35

মিলিয়ে সর্বমোট ১০০ মার্কস এর ১০০টি এমসিকিউ থাকলেও ২০১৫ সালে বিজ্ঞান থেকে ৫ মার্কস ও সাধারণ জ্ঞান থেকে ৪৫ মার্কস এসেছিল যেখানে অংক থেকে ২০ মার্কস ছিল। এছাড়া বাংলা থেকে ১০ মার্কস, ইংরেজি থেকে ১০ মার্কস এঁর পাশাপাশি আইসিটি তে ১০ মার্কস ছিল। 

২০১৩ সালের প্রিলি পরীক্ষায় নিম্নরুপ মানবন্টন ছিলঃ

(a) Bangla - 30 Marks

(b) English - 30 Marks

(c) Mathematics - 20

(d) G. Knowledge - 20

অর্থাৎ বুঝতেই পারছেন, সুনির্দিষ্ট করে মানবণ্টন বলার সুযোগ নেই, তবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গনিত এবং বর্তমান যুগের চাহিদা হিসেবে আইসিটি থেকে যে প্রশ্ন হবেই হবে, সেটা সুনিশ্চিত করেই বলা যায়। 

লিখিত পরীক্ষা সাধারণত ১০০ মার্কের হয় এবং প্রিলির ফলাফল ঘোষণার পর ৩-৪ দিন পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে, NSI এবার "চলমান নিয়োগ প্রক্রিয়ায় অনুষ্ঠিতব্য বাছাই প্রক্রিয়াসমূহ অন্য সকল নিয়োগ প্রক্রিয়া হতে সম্পূর্ণরূপে ভিন্ন এবং নিরুপম হতে যাচ্ছে" মর্মে যেহেতু ঘোষণা দিয়েছে, সেহেতু, সাধু সাবধান ! ! !  যেকোনো প্রক্রিয়ায় সিলেকশন হওয়ার জন্য প্রস্তুত থাকুন। NSI Agent রা যেকোনো পরিস্থিতির জন্যই তো আসলে প্রস্তুত থাকে ! 

                "আজই প্রস্তুত হোন"

(a) শারীরিকভাবে, (b) মানসিকভাবে, IQ আর কমনসেন্স বাড়ান, ভাবনাশক্তি বাড়ান, উপস্থিতবুদ্ধি বা প্রত্যুৎপন্নমতিতা বাড়ানোর অনুশীলন করুন। (c) জ্ঞানের দিক থেকে নিজেকে এগিয়ে নিতে Bangla, English, G. Knowledge, Math, ICT এর বিসিএস গাইডবই ও একটা জব সলিউশন পড়ে ফিনিশ করুন।


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.co

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.