জনপদ প্রতিনিধিঃ করোনা আতংকে লকডাউনে আছে সারাদেশ। হতদরিদ্র মানুষগুলোই সবচেয়ে কষ্টে আছে এ মহামারিতে। যারা কাজের বিনিময়ে দিনে আনে দিনে খায় তাদের কাজ বন্ধ হওয়াতে মানবেতর জীবনযাপন করছে। সরকার এদের কথা ভেবে সারা দেশের ন্যায় বাঁশখালীতেও দরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ত্রাণ সামগ্রী। হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ বিতরণ করছেন বাঁশখালী উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ে ১৪’শ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানা যায়। প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল সহ ডাল, তেল, লবণ, জীবানুনাশক সাবানসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে ত্রাণ সামগ্রীতে।
ত্রাণ বিতরণের প্রথম দিন হিসেবে শনিবার (২৮ মার্চ) সরকারী ত্রাণসামগ্রী হতদরিদ্রদের বাড়ি বাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, পিআইও আবুল কালাম মিয়াজী।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণণসামগ্রী বিতরণ করেছি। এ ত্রাণ পাচ্ছে শুধু হতদরিদ্র পরিবারগুলো। তিনি আরো বলেন, কারো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়ার কোন দরকার নেই। যদি কারো বাসায় খাবার সংকট হয়, আমরা খবর পেলে নিজেই গিয়ে ত্রাণ দিয়ে আসবো। বাঁশখালীতে কেউ অনাহারে থাকবে না। সাথে সাথে তিনি সবাইকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন