বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে বাচ্চাদের খেলাধূলাকে কেন্দ্র করে বড়দের মারামারিঃ আহত ৬!

বাঁশখালীতে বাচ্চাদের খেলাধূলাকে কেন্দ্র করে বড়দের মারামারিঃ আহত ৬!

জনপদ ক্রাইম নিউজঃ বাঁশখালীতে ছোট্ট বাচ্চাদের খেলাধূলাকে কেন্দ্র করে বড়দের মারামারিতে মহিলা সহ আহত হয়েছে অন্তত ৬ জন। ঘটনাটি ঘটেছে বাঁশখালী উপজেলার সরল  ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিনজিরতলা কাহারঘোনা গ্রামের পরান সিকদার বাড়ী এলাকায়।
সংগঠিত ঘটনায় আশংকাজনক অবস্থায় ফাতেমা জিন্নাহ (৪৪) কে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান অভিযুক্তরা।
গত সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অন্যান্য  আহতরা হলেন, মু. এমরান (২১), আব্দুর রহমান (৬০), মু. ওসমান (২২), হাবিবুর রহমান (৫১) ও মু. আরিফ (২৫)। 
স্থানীয়রা জানান, সরল  ইউনিয়নের একই এলাকার কাহারঘোনা পরান সিকদার বাড়ীর উঠানে ছোট্ট বাচ্চাদের খেলাধূলা করা অবস্থায় তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরবর্তীতে বাচ্চাদের বিষয়টি নিয়ে মহিলারা একে অপরের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রুপ নেয়।
আহতরা বলেন, আমাদের বাড়ির উঠানে প্রতিদিন ছোট্ট বাচ্চারা রাতে খেলাধুলা করে। তাদের খেলাধূলার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। ছেলেদের বিষয়টি নিয়ে আমাদের পাশ্বর্বতী মৌলভী ইব্রাহীম ও আবুল বশরের নেতৃত্ব আমাদের উপর অতর্কিত হামলা করা হয়। পারিবারিক নানা ইস্যুকে কেন্দ্র করে পূর্বেও আমাদের বিরুদ্ধে মামলা হামলা করেছিল। তারা প্রভাবশালী হওয়ায় প্রতিনিয়ত আমাদের পরিবারের উপর হামলা করে। আমরা সংঘর্ষেরর ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহন করতে গেলে, সেখানেও যাত্রাপথে তারা সন্ত্রাসী ভাড়া করে আমাদের কে চিকিৎসকা করতে বাধাগ্রস্থ করে। বর্তমানে তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমাদের প্রতিনিয়ত হুমকি-ধমকী দিচ্ছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের শিকার হয়ে এখন আমরা পালিয়ে বেড়াচ্ছি।
বাঁশখালী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আসিফুল হক বলেন, ‘সরল কাহারঘোনা এলাকায় সংঘর্ষের ঘটনায় আহতরা বাঁশখালী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। আশংকাজনক অবস্থায় ১ জনকে ভর্তি রাখা হয়েছে। অন্যন্যরা প্রাথমিকভাবে চিকিৎসা গ্রহন করেছেন।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদার বলেন, 'সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় মারামারির ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.