বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে নারী শ্রমিকের মৃত্যু!

জনপদ নিউজঃ বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে এক পাহাড়ি নারী শ্রমিক নিহত হয়েছে। বন্য হাতির আক্রমণে নিহত রিতা বড়ুয়া (৫৬) উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার রতন বড়ুয়ার স্ত্রী বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বাঁশখালী ইকোপার্কের পূর্ব পার্শ্বে পাহাড়ী এলাকায় প্রতিদিনের মতো ছন কাটতে যায়। বন্য হাতির পাল ওই পাহাড়ি এলাকায় প্রবেশ করলে রিতা প্রাণ বাঁচাতে  দৌঁড়ে পাশ্ববর্তী জঙ্গলে ডুকে পড়ে। সেখানে বন্য হাতি তাকে ধাওয়া করে শরীরের বিভিন্ন স্থানে পা ও শুঁড় দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে বন্য হাতির আক্রমণের খবর পেয়ে এলাকাবাসী হাতির পাল কে ধাওয়া করে। ধাওয়া খেয়ে হাতির পাল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এলাকাবাসী মৃত অবস্থায় মহিলার লাশ উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে আসে। 
এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জান শেখ বলেন, সাতকানিয়া-বাঁশখালী সীমান্তের পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে এক মহিলার মৃত্যুর খবর শুনেছি। এলাকাবাসী ওই মহিলার লাশ উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে গেছে। তদন্ত পূর্বক নিহতের পরিবার কে বন বিভাগের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হবে।
বাঁশখালী থানা পুলিশের ওসি মু. রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইকো-পার্কের অদূরে সাতকানিয়া-বাঁশখালী সীমান্তে শীলকুপ ইউনিয়নের রিতা বড়ুয়া নামে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন।


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.