জনপদ সংবাদঃ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছেন মাস্টার নজির আহমদ ট্রাস্ট। আজ (শুক্রবার) সকালে ট্রাস্টের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপির পক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব পিপিই হস্তান্তর করা হয়। দক্ষিণ জেলা কৃষক লীগ সাধারন সম্পাদক আতাউল করিম আতিক ও সাংবাদিক রাহুল দাশ নয়নের কাছ থেকে উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদারসহ চিকিৎসকরা পিপিইগুলো গ্রহণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহিদ চৌধুরী, ডা. রহিম উদ্দিন, ডা. শেখর ত্রিপাঠি, ডা. শর্মিলা তুহিন, চিকিৎসক সহকারী বোরহান উদ্দিন, ওসমান গনি প্রমুখ।
স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান জানান, এই দুর্যোগকালীন সময়ে চিকিৎসকরাই জাতির প্রাণ হয়ে দাঁড়িয়েছে। জীবনের মায়া ছেড়ে চিকিৎসা সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। চিকিৎসকদের সুরক্ষা দেয়ার দায়িত্ব সরকার ও আমাদের। এই দায়বদ্ধতা থেকেই নিজ এলাকার হাসপাতালের চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছি।
প্রসঙ্গত, সরকারের চাহিদা ও কার্যাদেশ মোতাবেক করোনা প্রতিরোধে ইতোমধ্যে এক লক্ষ পিপিই সরবরাহ করেছে স্মার্ট গ্রুপ।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন