জনপদ সংবাদদাতাঃ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি (গভঃরেজি-এস ৫৯৬০) বাঁশখালী উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে প্রথমদিন গত শুক্রবার (৮মে) চট্টগ্রাম দক্ষিণ জেলার গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ডা. মনির উদ্দিন চৌধুরী বাঁশখালী উপজেলার পল্লী ডাক্তারদের মাঝে মহামারি করোনায় স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই বিতরণ করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গ্রাম ডাক্তাররা যে অবদান রেখেছিল অনুরুপ বর্তমানে ভয়াবহ মহামারি করোনা যুদ্ধে সবাই সামাজিক দুরত্ব বজায় রেখে গ্রামের অসহায় মানুষকে সচেতনতার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার আহ্বান করেন সংগঠনের সভাপতি মনির উদ্দিন চৌধুরী। পাশাপাশি সরকারের প্রশাসনিক সহযোগীতা ও গ্রাম বাংলার ৭০ শতাংশ মানুষের প্রাথমিক চিকিৎসাদানকারী অসহায় পল্লী চিকিৎসকদের প্রতি মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন।
পিপিই বিতরণের সময় গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির বাঁশখালী উত্তরের সভাপতি ডা. আলি আকবর, সিনিয়র সহসভাপতি ডা. আমিনুল ইসলাম (আমিন), সাংগঠনিক সম্পাদক ডা. রমিজ উদ্দিন, অর্থ সম্পাদক ডা. আলি হায়দার, বাঁশখালী দক্ষিণের সাধারণ সম্পাদক ডা. আবু সৈয়্যদ, সাংগঠনিক সম্পাদক ডা.এস.এম. রাসেল, ডা. বাবলা, ডা. মাহাবুব এলাহী প্রমূখ।
উল্লেখ্য, গত শুক্রবার প্রথমবারের মতো বাঁশখালী'র ৫০ জন গ্রাম ডাক্তারদের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় পিপিই বিতরণ করেন। দ্বিতীয় বারের মতো আজ শনিবার ৩০টি পিপিই বিতরণ সম্পন্ন করেন।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন