শিব্বির আহমদ রানাঃ সপ্তাহের টানা বারিবর্ষণে জলকদরের জোয়ারের পানিতে তলিয়ে গেল উপজেলার শিলকুপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার হেড পাড়ার অসংখ্য বসতঘর সহ পশ্চিম মনকিচর এলাকার নিম্নাঞ্চলের চাষের জমি, মাছের প্রজেক্ট সহ ব্যবহারের পুকুর। গৃহবন্ধি হয়ে পড়েছে ওই এলাকার হাজার হাজার লোকজন।
বুধবার (১৯ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের ওই এলাকার জালিয়াখালী নতুন বাজারের পশ্চিমে ডাকবাংলো সড়কটি অতিবৃষ্টিতে বন্যায় প্লাবিত হয়ে এবং জলকদরের জোয়ারের পানির স্রোতে স্লুইসগেইট ভেঙে সকাল সাড়ে ১১টায় লোকালয়ে পানি প্রবেশ করে তলিয়ে যায় ওই এলাকার হেড পাড়ার অসংখ্য বসতঘর সহ পশ্চিম মনকিচর এলাকার নিম্নাঞ্চল। স্থানীয়রা অাশংকা করছে, এ মুহূর্তে স্লুইসগেইটে বাঁধ নির্মাণ করা না হলে রাতের জোয়ারে বিলীন হয়ে যাবে হেড পাড়ার নিম্নাঞ্চল সহ আশপাশের মনকিচর এলাকা। সড়কের মাঝ বরাবর ভেঙে যাওয়ায় পশ্চিম মনকিচরের সাথে জালিয়াখালী বাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এতে জনজীবন দূর্বিসহ হয়ে পড়বে।
স্থানীয় মৎস্যচাষী সাহাব উদ্দিন জানান, 'জোয়ারের পানিতে তলিয়ে গেছে আমার মাছের ৫টি প্রজেক্ট। পোনা চাষের প্রজেক্ট সহ ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আমার রুজিরোজগারে সহায় সম্বল মাছের প্রজেক্ট ও বেঁচে থাকার স্বপ্ন কেড়ে নিল জোয়ারের পানি।'
মুহাম্মদ নবী ও মু. শফি জানান, 'সকালে স্লুইসগেইট ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে যায় হেডপাড়ার নির্মাঞ্চল। এতে আমাদের বসতঘরে পানি ডুকে। আমরা গৃহবন্ধী হয়ে পড়েছি। খুব শিগ্রই তারা স্লুইসগেইটে বাঁধ নির্মাণের জন্য কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।'
স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর বলেন, 'বাজারের পশ্চিমে ডাকবাংলো সড়ক দিয়ে কয়েক হাজার মানুষের চলাচল হয়। আজকে জোয়ারের পানি প্রবেশ করে তলিয়ে যায় আমার এলাকাটি। জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে না পারলে এতে মনকিরচর নতুন বাজার, শিলকুপ ইউনিয়ন পরিষদ, বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, স্থানীয় মসজিদ সহ অনেক ফসলি জমি পানিতে তলিয়ে যাবে।
শিলকুপ ইউপির চেয়ারম্যান মুহাম্মদ মহসিন জানান, 'লোকলয়ে জোয়ারের পানি প্রবেশের খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুরকে দ্রুত বাঁধ নির্মাণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।'
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন