নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়কে (পিএবি) দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজনকে আশংকাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় অাহত হয়েছে অন্তত আরো ৮ থেকে ১০জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানা যায়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার সময় বাঁশখালী প্রধান সড়কের বৈলগাঁও দমদমার দিঘীর পাড় এলাকায় সানলাইন ও স্পেশাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
বাঁশখালী বাস-মালিক সমিতির অর্থ-সম্পাদক আব্দুল খালেক সিটিজি সংবাদকে জানান, "দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সানলাইনের চালক জনৈক ব্যক্তি গুরুতর আহত হয়। তার অবস্থা অাশংকাজন হলে তাকে চমেক প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।"
বাঁশখালী বাস-মালিক সমিতির সভাপতি জয়নাল রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে (রাত ৮টা) সিটিজি সংবাদকে জানান, "সন্ধ্যা সাড়ে ৬টার সময় বাঁশখালীর বৈলগাঁও দমদমার দিঘীর পাড়ে চট্টগ্রাম শহর থেকে টৈটং মুখি স্পেশাল বাসের সাথে মগনামা থেকে চট্টগ্রাম শহর মুখি সানলাইন বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল থেকে সানলাইনের চালককে আশংকাজন অবস্থায় উদ্ধার করে চমেক নেওয়া হয়।"
এ বিষয়ে জানতে চেয়ে বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদারকে ফোন করে পাওয়া যায়নি।
থানা পুলিশের কর্তব্যরত ডিউটি অফিসারকে ফোন করে জানা যায়, বাঁশখালী প্রধানসড়কের বৈলগাঁও দমদমার দিঘীর পাড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। একজন চালকের ঘটনাস্থলে নিহতের বিষয়ে নিশ্চিৎ খবর এখনও পাওয়ানি বলে জানান তিনি।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
- banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন