![]() |
নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনীয় আচরণ বিধি নিশ্চিতকল্পে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উপজেলার সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে তিনজন চেয়ারম্যান ও পাঁচ ইউপি সদস্যকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এই সময় রাস্তা বন্ধ করে শোডাউন, নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা, দেওয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় পুকুরিয়া ইউনিয়নে তিনজন চেয়ারম্যান ও দুইজন সাধারন সদস্য প্রার্থী এবং সাধনপুরে দুই জন সাধারন সদস্য প্রার্থীর প্রত্যেক কে ১০ দশ হাজার টাকা করে এবং সাধনপুরে অপর এক সদস্য প্রার্থীকে পাঁচ হাজার টাকাসহ মোট পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়।
এই সময় দেওয়ালে লাগানো পোস্টার, ব্যানার, তোরণ অপসারণ করা হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন