নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অব্যাহত অতিবৃষ্টির কারণে উপজেলার আওতাধীন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়স্থলে সরে যাবার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করা হয়। এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রেঞ্জ অফিসারদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বলা হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জান চৌধুরী'র নির্দেশে রোববার (১৯ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী মাইকিং করে সতর্ক করে দেওয়া হয় এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়।
জলদী অভয়ারণ্য রেঞ্জ ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুজ্জামান শেখ বলেন, উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালিপুর, জলদী, শিলকূপ, চাম্বল, পুঁইছড়ি ইউনিয়নের পূর্বদিকে পাহাড়ি অঞ্চলে প্রায় ১ হাজার থেকে দেড় হাজার লোকের বসবাস। এসব পাহাড়ি এলাকার প্রায়ই কিছু কিছু জায়গার বসতি ঝুঁকিপূর্ণ। টানাবর্ষণের কারণে যে কোন ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমি বাঁশখালী ইকোপার্ক, চাম্বল, নাপোড়া এলাকায় মাইকিং করেছি। পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপস্থানে অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে।
বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, 'টানাবৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে যে কোন সময় ধ্বসের সম্ভাবনা রয়েছে। অনাখাঙ্খিত দুর্ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমি সরাসরি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের কাছে গিয়ে নিরাপদ স্থানে অাশ্রয় নিতে সচেতন করি, তাদেরকে অনেক বুঝিয়েছি। এ বিষয়ে দিনব্যাপী বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন