বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

নবীর যুগের ইবনে ওবাই সব যুগেই বিদ্যমান!

✍🏻রব ভূখন্ডে একটা রত্নের জন্ম হয়েছিল, সবাই তাঁকে আল-আমিন হিসেবে বিশ্বাস করতো। বিশ্বাসের জায়গায় আপোষহীনভাবে তাঁকে বিশ্বাস করতো আরবের সর্বস্তরের লোকজন। আমানতও গচ্ছিত রাখতো তাঁর কাছে। যখন তিনি সত্যবাণী, ঐশী বাণী প্রচার করেছিলেন, তখনই কে না তাঁকে যাদুকর, গণক বলেনি! সত্যবাদীদের পেছনে অপবাদ সেটা বহু পুরানো সংস্কৃতি, নতুন কিছুই নয়। এবং যুগ যুগ ধরে এ ধারা চলমান।

এমনকি নবী মুহাম্মদের আগমনের পর, ইবনে উবাই আপাতদৃষ্টিতে একজন মুসলমান হয়েছিলেন, কিন্তু তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের প্রতি বিশ্বাসঘাতক ছিলেন। এমনকি নবী মুহাম্মদের পিছনে নামায আদায়ও করতেন তিনি। নবী মুহাম্মদের সাথে বারবার বিরুধীতাও করতেন ওবাই। ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকে মুনাফিক এবং "মুনাফিকদের নেতা" বলে আখ্যা দিয়েছেন।

পরের কথায় আসি। নবী দিবস (জন্মদিন) পালন করা হয় ঝাঁকঝমকভাবে। নবীর শান-মান নিয়ে চরম খবরদারী করা হয়। সুরুতও থাকে লক্ষণীয়ভাবে। নবীকে জানের চেয়ে, প্রাণের চেয়েও ভালবাসে তার বহিঃপ্রকাশ করে কথায়, সংগীতে, দিবসে, জলসায় কিংবা মিছিলে। একদম ঠোঁটস্থ দাবীদার 'নবীপ্রেমিক'! মেক্সিমামকে এনালাইসিস করলে দেখতে পাবেন, এদের অনেকের মধ্যেই নবীর সুরুত আছে সীরাত নেই। অথচ সুরুতের চেয়ে সীরাতের গুরুত্ব অতীব জরুরি।

বিয়ে-শাদীতে, সামাজিক আচার অনুষ্ঠানে, ব্যক্তি ও পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নবীর জিন্দেগী নেই! অথচ নবীপ্রেমিক, আশেকে রাসূল। নবীর অপমানে, অবমাননায় চুপ থাকে, নীরবতাকে ঈবাদত মনে করে তজবিদানায় মশগুল থাকে। মিষ্টিমধুর কথা বলাকে নবীর সুন্নতই মনে করেছি, প্রয়োজনে গর্জন দেওয়াকে ভুলে যাই। খাওয়ার শেষে মধুপান কে সুন্নত মনে করেছি, আরো কিছু সুন্নত আছে কখনো তালাশ করিনি। 

নবীর জীবনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল নবুয়াত প্রাপ্তির পর জীবনটাই। তেষট্টি বছরের জিন্দেগীর মধ্যে শেষ তেইশ বছর ছিল অতীব গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে তিনি নির্যাতীত, নিপীড়িত, লাঞ্চিত ও বাধার সম্মুখীন হয়েছিলেন। বহুবার রক্ত ঝরিয়েছেন তাঁর। কারণ তিনি ধর্মপ্রচার, মহাবানী, ঐশী বাণী, সত্যবাণীর বাহক ছিলেন। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। শাসক ছিলেন। বিশ্বমানবতার মুক্তিরদূত ছিলেন।

তাঁর অনুসরণ, অনুকরণ যদি রাজনীতি হয় তাহলে তাঁর সময়ের বদর, উহুদ, খন্দক, খায়বরের মতো যুদ্ধকে অস্বীকার করার মতো গুরুতর অপরাধ নয় কেন? ইসলামে রাজনীতি নাই যারা মনে করেন, তারাঁও ইসলামের সাথে নাই। তারা সুরুতে আছেন, সীরতে নাই।

যারা নবীর মতো উত্তম আদর্শের বাইরে গিয়ে ভিন্ন কোনো আদর্শের পিছনে শান্তি, ঐক্য, সম্প্রীতির অনুসন্ধান করেন তারা নবীর যুগের মুনাফিক সর্দার ইবনে ওবাই।আল্লাহ্ আমাদেরকে মুনাফেক থেকে হেফাজত করুন। আমিন।।

         

লেখক, গণমাধ্যমকর্মী

|শি| |ব্বি| |র| |আ| |হ| |ম| |দ| |রা| |না|




বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.