বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

লিয়াকত আলীকে আটকের সত্যতা নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ

জনপদ ডেস্ক: ণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বহুল আলোচিত সমালোচিত, হু ইজ লেয়াকত নামে জাতীয় দৈনিকের শিরোনাম খ্যাত, ৪ খুনি মামলা সহ বেশ কিছু মামলার আসামী বিএনপি নেতা লিয়াকত আলীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি টিম।

গত মঙ্গলবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে লালদীঘি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশের একাধিক সূত্র।

তবে লিয়াকতকে আটকের ব্যাপারে এখনও কিছুই জানেন না বলে দাবি করেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

মঙ্গলবার রাতে ও বুধবার সকালে মো. কামরুজ্জামানের সাথে দুই দফায় যোগাযোগ করা হলেও লিয়াকত আলীকে আটকের বিষয়টি অস্বীকার করেন তিনি।

পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লিয়াকতকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আমেনা বেগম বলেন, মঙ্গলবার রাতে লালদীঘি এলাকা থেকে বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লিয়াকত আলীকে কোন মামলা বা কোন অভিযোগে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে তার বিরুদ্ধে বাঁশখালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে।

সূত্র: বাংলানিউজ

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.