![]() |
বিজয় দিবসবে ঘিরে জাতীয় পতাকা বিক্রি করছে মৌসুমী বিক্রেতাগণ। ছবি: বাঁশখালীজনপদ |
নুরুল আজিম ইমতিয়াজ (পৌরসভা প্রতিনিধি): ডিসেম্বর মানে বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাঙ্গালিরা পাক হানাদার বাহিনীকে পরাজিতে করে ছিনিয়ে আনে বিজয়। প্রতিবছর ১৬ ডিসেম্বরকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ থাকে এই দিনটি। সবাই পতাকা টানিয়ে রাখে গাড়িতে, বাডির ছাদে অফিস-আদালতে সহ সরকারী-বেসরকারি সকল প্রতিষ্ঠানে।
১৬ ডিসেম্বর আগে বাঁশখালীর আনাচ-কানাছে সবজায়গায় পতাকা বিক্রি ধুম উঠেছে। কয়েক ফুট লম্বা বাঁশের ওপর থেকে নিচ পর্যন্ত পর্যায়ক্রমে বড় থেকে ছোট আকারের পতাকা নিয়ে ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছেন মৌসুমী পতাকা ব্যবসায়ীরা।
পতাকা থেকে শুরু করে মাথায় ও হাতে বাঁধতে লাল-সবুজের রাবারের এবং প্লাষ্টিকের ব্যাচও বিক্রেতাতের হাতে শোভা পাচ্ছে। ছোট পতাকা ১৫০, মাঝারি পতাকা ৩০০ বড় পতাকা ৫০০ ছোটদের প্লাষ্টিকের হাত পতাকা এবং ব্যাচ ১০টাকা করে বিক্রি করেন মৌসুমী পতাকা বিক্রেতারা।
পতাকা বিক্রেতা আব্দুল গফুরের সাথে কথা বলে জানাযায়, স্বাধীনতা দিবস, মাতৃভাষা, বিজয় দিবসকে ঘিরে চলে পতাকা বিক্রির উৎসব। প্রতিদিন ২০০০-৩০০০ টাকার উপরে বিক্রি হয় পতাকা এবং ব্যাচের উপর। এতে মোট বিক্রির উপর লাভ হয় ৫০০ টাকারও বেশী।
পতাকা ক্রেতা রিয়াদ মাহমুদ জানিয়েছিন, তিনি বিজয় দিবসের আগে সন্তানদের জন্য ছোট পতাকা, ব্যাচ এবং দোকানের জন্য মাঝারি পতাকা ক্রয় করেন।
বাঁশখালীজনপদ২৪.কম/নুআই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন