জনপদ ডেস্ক: বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউপির বাহারছড়া সোলতানিয়া এমদাদুল উলুম মাদরাসায় আল্লামা নূর মুহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিশ্ব মানবতার মুক্তিরদূত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনকর্ম শীর্ষক সেমিনার ও ২১ফেব্রুয়রী মাতৃভাষা বাংলা ভাষা দিবসের উপর আলোচনা ও মেধাবী ছাত্রদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের চেয়ারম্যন মওলানা ওসমান গণী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাহারছড়া মাদরাসার পরিচালক মাওলানা নূর মুহাম্মদ সাহেব, বিশেষ অতিথি ছিলেন শিক্ষা পরিচালক মাওলানা হারুনুর রশিদ সাহেব ও মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল কবির, শিনিয়র শিক্ষক মাওলানা নুরুল সিদ্দিকী, মাওলানা ইব্রাহীম সাহেব, তরুণ ওয়েজ মাওলানা আহমদ হোসাইন আজিজী, ত্বকি সাহেব সহ সকল শিক্ষক।
অালচনা সভা শেষে বিজয়ী ছাত্রদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা আজিজুল হক। ভাষা সৈনিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতে মধ্যদিয়ে অনুষ্টানের সমাপ্তি হয়।
[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন