বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

মুক্তিপ্রাপ্ত কর্মী সমর্থকদের সাথে কুশল বিনিময় করেছেন: মাহমুদুল ইসলাম চৌধুরী

জনপদ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী উপজেলায় জাতীয় পার্টি তথা মহাজোটের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী’র নেতাকর্মীদের বিরোদ্ধে মিথ্যা-বানোয়াট মামলা দিয়ে বাঁশখালীর বহু সংখ্যক জাতীয় পার্টি সমর্থিত নেতাকর্মীরা নির্বাচন চলাকালীন সময় দফায় দফায় গ্রেফতার হয়েছে। বিশেষ সূত্রে জানিয়েছেন, ইতিমধ্যে দুই শতাধিক নেতাকর্মী হাইকোর্ট থেকে জেলার বিভিন্ন আদালত থেকে জামিন নিয়ে মুক্তি লাভ করেছে। 

গত বৃহস্পতিবার বিকেলে বিপুল সংখ্যক কর্মী সমর্থক প্রায় দুই মাসব্যাপী কারাবরণের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।

এসময় চট্টগ্রাম কারাফটকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র, বাঁশখালীর সাবেক সাংসদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনি মুক্তিপ্রাপ্ত কর্মী সমর্থকদের তিনি স্বাগত জানান। মুক্তিপ্রাপ্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, যারা সাধারণ জনগণকে সন্ত্রাসের মাধ্যমে মামলা-হামলা ও নির্যাতন-নিপীড়ন-হত্যা করে তাদেরকে ইতিহাস কোনদিন ক্ষমা করে না। তিনি বাঁশখালীর জাতীয় পার্টির নেতাকর্মী সমর্থক ও জনগণকে ধৈর্য্য ধরার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমি বাঁশখালীর মাটি ও মানুষের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও সুখে-দুঃখে থাকব ইনশাল্লাহ।

কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত নেতাকর্মীরা হলেন- বেলাল হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল রহিম, মোঃ ইউনুছ, হাকিম, আব্দুল কালাম, মোঃ জসিম উদ্দিন, জাফর আহমদ, মোঃ মোর্শেদ, আবু তাহের সহ ২০ জন।




[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.