সৈকত আচার্য্য,বিশেষ প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম।
রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের কাছ হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ মহিউদ্দীন, মনছুর, আমজাদ হোসেন, সজল তালুকদার, শাহাদত, শওকত হোসেন মিয়া, সিরাজ, আতাউল আল আজাদ, দাউদ মানিক, শামীম, মনসুর, হুমায়ুন, নুরুল আবছার, নাছির প্রমুখ।
উল্লেখ্য, মো. খোরশেদ আলম দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আছেন। এরই প্রেক্ষিতে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য ফরম সংগ্রহ করেন তিনি।
[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন