বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

সরকারি আলাওল কলেজের প্রয়াত অধ্যক্ষ রফিকুল ইসলামের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

শিব্বির আহমদ রানা: বাঁশখালী সরকারি আলাওল কলেজের প্রয়াত অধ্যক্ষ মরহুম  মুহাম্মদ রফিকুল ইসলামের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে রবিবার সকালে নিজ বাসভবনে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে কোরান খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মুহাম্মদ রফিকুল ইসলাম চট্টগ্রাম জেলার  বাঁশখালী উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মাষ্টার শমশু আলাম ছিলেন একজন সমাজহিতৈষী ও মানুষ গড়ার কারিগর। রফিকুল ইসলাম মৃত্যুর আগপর্যন্ত শিক্ষাব্রত জীবনযাপন করেছেন। তিনি ১৯৭৮ খ্রিষ্ঠাব্দে বাঁশখালী সরকারী আলাওল কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তী তিনি ১৯৯৪ খ্রিষ্ঠাব্দ থেকে ২০০৮ খ্রিষ্ঠাব্দ পর্যন্ত দক্ষতার সহিত দীর্ঘ দেড়যুগ সময় ধরে কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন সময় সমাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।

তিনি বিগত ২০০৮ খিষ্ঠাব্দের ২৪ ফেব্রুয়ারী রাত ১০ টায় স্ট্রোক করে না ফেরার দেশে চলে যান। বর্তমানে তাঁর দু'ছেলে আছেন। মরহুমের বড় ছেলে বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ্ব এ.আর.এম তকছিমুল গণি ইমন ও অারেক ছেলে সিভিল ইঞ্জিনিয়ার ইমতিয়াজ হোছেন ইমেল।






[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.