জনপদ প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে চলন্ত বাসের চাকা খুলে দূর্ঘটনায় পতিত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার প্রধানসড়ক সংলগ্ন কালীপুর নুরজাহান ক্লাবের সামান্য উত্তর পার্শ্বে। এ ঘটনায় যাত্রীবাহী বাসের কোন যাত্রী মারাত্মকভাবে কোন দূর্ঘটনার শিকার হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শিরা।
প্রত্যক্ষদর্শি মোঃ হেফাজ উদ্দীন জানান, বাঁশখালী স্পেশাল কাউন্টার থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দ্রুতগামী (চট্ট-মে-০৪.০০৯১) বাসটি রবিবার সকাল সাড়ে ৭টায় কালীপুর নুরজাহান ক্লাব এলাকায় এলে হঠাৎ করেই খুলে যায় পেছনের চারটি চাকার সবকটি। এতে বিকট শব্দ করে কিছুদূর গিয়ে সড়কে মুখ থুবড়ে পড়ে বাসটি।
অন্য এক প্রত্যক্ষদর্শি মিশকাত উদ্দীন জানান, সামনের কয়েকজন পথচারী সংকেত দিলে গাড়ির গতি কমানো হয়। এতে বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পায় সাধারণ যাত্রীরা।
এ ঘটনা প্রধান সড়কে প্রায় ৪০ মিনিটেরও বেশী সময় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরবর্তী বাসটি সড়ক থেকে সরিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিৎ করা হয়। ভুক্তভোগীদের অনেকে জানান, বাঁশখালী স্পেশাল সার্ভিসের বেশিরভাগ চালক অদক্ষ ও অসচেতন। তাদের অসচেতনতার কারণে নিত্য দূর্ঘটনার কবলে পড়ে বাঁশখালী রুটে চলাচলকারী যানবাহন। ফিটনেসবিহীন বাস রাস্তায় চলাচলের বিষয় নিয়ে প্রশাসনের জোর হস্তক্ষেপ জানান সাধারণ ভুক্তভোগীরা।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন