জনপদ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্বচাম্বল ৬ নম্বর ওয়ার্ডের দুইল্যাজিরি আলীবাপের পাড়ায় পারিবারিক দ্বন্দ্বে গৃহবধুর উপর হামলা ও বসতঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ (১৪ মার্চ) শনিবার ভোর ৫টায় সংঘটিত হামলার ঘটনায় আহত হন ৫ জন। এ ঘটনায় গুরুতর আহত হন গৃহবধূ রিনা আক্তার (২৬), তছলিমা আক্তার (২২)। অন্যন্য আহত ইসমাইল (২০), জসিম উদ্দিন (২৯), জয়নাল আবেদিন (৩০) বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আহত গৃহবধূর স্বামী জসিম উদ্দিন বাদী হয়ে ১২ জনকে অভিযুক্ত করে বাঁশখালী থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্বচাম্বল ৬ নম্বর ওয়ার্ড এলাকায় বসতবাড়ীর অংশ নিয়ে মৃত সালেহ আহমদ এর পুত্র জসীম উদ্দিন
এর সহিত তার চাচা রশিদ আহমদের সাথে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে স্থানীয় সালিশী বৈঠকও হয়। সালিশী বৈঠকের বিচার না পেয়ে রশিদ আহমদ গায়ের জোরে তার পুত্রসহ সন্ত্রাসী বাহিনী দিয়ে শনিবার ভোরে জসীম উদ্দিন এর বসতঘর ভাংচুর করে। এ সময় দুই গৃহবধূসহ ৫ জন আহত হয়েছে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মরত ডা. রাশেদ উল করিম জানান, আহতদের মধ্যে রিনা আক্তার ও তছলিমা আক্তারের অবস্থা অশংকাজনক হওয়ায় তাদেরকে চমেক প্রেরণ করা হয়েছে। অপরাপর আহতরা হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন