বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

চাম্বল ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমি উদ্যোগ, দুই দোকান লকডাউন

শিব্বির আহমদ রানাঃ নোভেল করোনা ভাইরাসের সংক্রামন কে পুঁজি করে যেন নিত‍্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যেতে না পারে এ জন্যে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী পূর্ব থেকে সতর্কতামূলক ঘোষণা দেন। 
অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যম পেইসবুকে জনস্বার্থে তিনি তিনি বলেন- 'করোনা ভাইরাসের দোহাই দিয়ে যদি অামার এলাকায় (চাম্বল ইউনিয়নস্থ বাজার) কোন দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তি নেয় তাহলে সাথে সাথে কোন্ দোকান, কোন্ সাওদাগর জানাবেন আমি তার বিরোদ্ধে সাথে সাথে ব্যবস্থা নিবো।'
রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় সাধারণ ক্রেতাদের অভিযোগ পেয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুল হক অভিযান পরিচালনা করে অনিয়মের কারণে চাম্বল বাজারের ২টি মুদির দোকানকে অর্নিদ্দিষ্টকালের জন্য লকডাউন করে দেয়।
এ বিষয়ে তিনি জানান, সাধারণ ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে আমি চাম্বল বাজারে অভিযান পরিচালনা করি। চাম্বল বাজারের তাহের স্টোর ও আমিন স্টোর-এ ৫০ টাকা কেজী পেঁয়াজের দাম ৬৫ টাকা ও নরমাল মোটা চালের বস্তাপ্রতি সাড়ে ১২শ টাকার পরিবর্তে ১৬শত টাকা করে নেওয়ার অপরাধে দুই দোকানকে অনির্দ্দিষ্টকালের জন্য বন্ধ করে দিই।' তিনি আরো বলেন- 'বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পণ্যের দাম বাড়াবেনা বলে যদি মুছলেখা দেয় তবে দোকান দু'টি খুলে দেওয়া হবে, অন্যতায় বন্ধ থাকবে।'
চাম্বল বাজারের পাইকারি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বেশ কয়েকটি দোকানে চালের বিক্রয়মূল‍্য স্বভাবিক পরীলক্ষিত হয়। দোকানদারের কথার সাথে ক্রেতার বক্তব্য  মিলিয়ে কোন গরমিল পরীলক্ষিত হয়নি। তাদেরকে ধন্যবাদ জানানো হয় এবং পরবর্তীতে যেন তারা অসাধুভাবে মূল‍্যবৃদ্ধি না করে, করলে তার ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সচেতন করা হয়। ক্রেতা সাধারণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি দোকান হতে ক্রয়ের রশিদ গ্রহণ করার ব‍্যপারে সচেতন করা হয় বলেও জানান তিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজবুকের এক্টিভিটিস্ট ও সাধারণ জনগণ চেয়ারম্যানের ব্যতিক্রধর্মী উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। তারা মনে করেন, চাম্বল ইউপি চেয়ারম্যানের মতো উপজেলার অন্যন্য চেয়ারম্যানও উপজেলা প্রশাসনের পাশাপাশি এমন উদ্যোগ গ্রহণ করলে কালোবাজারী ও অসাধু মুনাফালোভী ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ হয়ে যাবে।


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.