![]() |
বৈলছড়ি ছড়া-খালে স্থানীয় প্রভাবশালীদের মাটি ভরাটের দৃশ্য। |
নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি করোনার সংক্রমণ এড়াতে বাঁশখালীকে করা হয়েছে লকডাউন। উপজেলা জুড়ে সার্বিক যোগাযোগ বন্ধ। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রশাসনকে ফাঁকি দিয়ে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ছড়া খালের পশ্চিম চেচুরিয়ার ঘোনাপাড়ায় প্রায় ২০ ফুট দৈর্ঘ্যের কিছু অংশ বৈলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় প্রভাবশালী মোস্তাক আহমদ, নুরুল আলম, আব্দুল মামুন, নুরুল আমিন মাটি ভরাট করেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার (২০ এপ্রিল) দুপুর থেকে তাঁরা কাজটি করেছেন বলে জানা যায়। এ কারণে খালের পানিপ্রবাহের পথ সংকুচিত হয়ে গেছে।
বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকার স্থানীয় সূত্রে জানা যায়, বৈলছড়ি ইউনিয়নের পূর্ব পাহাড়ি এলাকা থেকে শুরু হয়ে বৈলছড়ি ছড়াটি কাথরিয়া বরইতলী জলকদর খালে সংযুক্ত হয়েছে। বৈলছড়ি ছড়ার খালটি উপজেলার বৈলছড়ি-কাথরিয়া ইউনিয়নের চেচুরিয়া এলাকার একটি ঐতিহ্যবাহী খাল। প্রায় চার কিলোমিটার দীর্ঘ খালটি দিন দিন সংকুচিত হয়ে আসছে। বর্তমানে খালের কিছু অংশে মাটি ভরাট করেছে ভূমিদস্যুরা।
সরেজমিনে দেখা গেছে, পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়ার মধ্যবর্তী বৈলছড়ি খালের কিছু অংশে মাটি ফেলে ভরাট করা হয়েছে। স্থানীয় কাথরিয়া ইউপির সদস্য মু. মোরশেদুল ইসলাম বলেন, খাল এভাবে ভরাট হতে থাকলে একসময় খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ভূমিদস্যুদের দৌরাত্ম্যে দিন দিন খালটি সংকুচিত হয়ে পড়ছে। এতে স্বাভাবিকভাবে পানি চলাচলে বাঁধার সৃষ্টি হবে, যার ফলে বৈলছড়ি পাহাড়ী এলাকা থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বর্ষায় ক্ষতিগ্রস্থ হবে উভয় ইউনিয়নের কয়েক হাজার বসতঘর। তিনি আরো বলেন, 'ছড়ার উপর মাটি ভরাট করতে দেখে আমি নিজে সরেজমিনে গিয়ে মাটি ভরাটে বাঁধা দিলেও আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বাঁধা উপেক্ষা করে যথা নিয়মে মাটি ভরাট করছে তারা।'
বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মু. কফিল উদ্দীন প্রতিবেদককে জানান, খাল ভরাটের বিষয়টি আমি অবগত ছিলাম না। খোঁজখবর নিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই খালের জায়গা ভরাট করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আতিকুর রহমানকে কয়েকবার ফোন করেও মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন