নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বাঁশখালীতে মঙ্গলবার দুপুর ১২টায় আকস্মিক কালবৈশাখী ঝড়, প্রবল বর্ষণে ২টি বসতঘর সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে উড়ে গেছে। এ ছাড়াও বাঁশখালীতে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝঁড়ে অনেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমানে করোনা ভাইরাসের কারণে মানুষের ঘরে থাকা অপরিহার্য হলেও ঘর হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর বসবাস করছে সরল ইউনিয়নের মিনজির তলার ৬ নম্বর ওয়ার্ডের মৃত সাহা উদ্দিনের পরিবার ও শিলকূপ ইউনিয়নের পূর্ব-মনকিচর গ্রামের দিনমজুর মু. হোছেনের পরিবার।
এদিকে আকস্মিক কালবৈশাখীর ঝড়ে বাঁশখালী উপজেলার বাহরচরা, খানখানাবাদ, কালীপুর, কাথরিয়া, সরল, শিলকূপ, চাম্বল, শেখেরখীল, গন্ডামারা, পুইছড়ি, ছনুয়া ইউনিয়নের অধিকাংশ এলাকার বেশকয়েকটি ঘরবাড়ি, দোকান পাঠ ও ফসলের ক্ষতিসাধিত হয়েছে।
সরল ইউনিয়নের মৃত সাহাব উদ্দিনের স্ত্রী হোসনে আরা বেগম বলেন, ছেলেদের বাবার রেখে যাওয়া একমাত্র বসতঘরই ছিল আমার মাথা গোঁজার ঠাই। ঝড়ে সেই শেষ সম্বলটিও কেড়ে নিয়ে গেল। আজ থেকে দীর্ঘ ৪ বছর আগে আমার স্বামী মারা যায়। এক ছেলে ও দুই কন্যাশিশু নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছি। এরই মাঝে কালবৈশাখীরর ঝঁড়ে শেষ সম্বল বসতঘরটি গুঁড়িয়ে যাওয়ায় সন্তানদের নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছি।
শিলকুপ ইউনিয়নের পূর্ব-মনকিচর গ্রামের মু. হোছন বলেন, 'অামার মাথাগোঁজার একমাত্র বসতঘরটি বছরখানেক আগে থেকেই পঁতিত হয়েছে। ঘরের দেয়াল ভেঙ্গে যাওয়ায় তেরপাল (প্লাস্টিকের কাগজ) দিয়ে কোন রকম মানবেতর বসবাস করছি। ঘরের চালের ছাউনি বলতে ছিল প্লাস্টিকের তেরপাল। আজকের আকস্মিক ঝড়ো হাওয়ায় সব লণ্ডভণ্ড হয়ে যায়। আমার স্ত্রী সহ তিন সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর বসবাস করছি। করোনা সংকটে বন্ধ হয়ে যায় আমার দিনমজুরি। এরই মধ্যে বৃষ্টি আসলে ভিজে যাওয়া ছাড়া আমাদের কোন উপায় নেই।'
পল্লীবিদ্যুতের বাঁশখালী জোনাল অফিসের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মু. মফিজুল ইসলাম বলেন, 'কালবৈশাখীর ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় মঙ্গলবার দুপুর থেকে বাঁশখালীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের লাইনম্যান ইতোমধ্যে লাইনের কাজ শেষ করেছে। তিনি বলেন, ঝড়ো হাওয়ায় আমাদের প্রধান সংযোগটিতে সমস্যা হওয়ায় বিদ্যুৎ সরবরাহ করতে একটু বিলম্ব হচ্ছে। তবে খুব শিগ্রই সংযোগ দিতে পারবো।'
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন