শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্শত্রুতার জেরে এক যুবকের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শত্রুর গুলিতে নিহত হয়েছেন উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইলশা গ্রামের মুহাম্মদ নেছার আহমদ এর পুত্র হাফেজ মাওলানা খালেদ (২৫)।
দীর্ঘ পাঁচ বছর ধরে একই এলাকার স্থানীয় আওয়ামীলীগ নেতা ঝন্টু গ্রুপ ও মদিনা ব্রীকফিল্ড এর মালিক নুরুল আবছার গ্রুপের সাথে ব্রীক ফিল্ড ও সমাজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকবার সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে গত কাল রাত সাড়ে ৯টার সময় নুরুল আবছার গ্রুফ ঝন্টু গ্রুফের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় নুরুল আবছার গ্রুফের গুলিতে হাফেজ মাওলানা মু.খালেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
এঘটনায় দুই পক্ষের মধ্যে অন্তত ১০ থেকে ১৫ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। উক্ত ঘটনায় আহতদের মধ্যে আরো এক জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। গুরুতর আহত মু. ইব্রাহিম (২৮) ওই এলাকার মু. আবু ছালেক এর পুত্র বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাহারছড়া ইউপির পূর্ব ইলশা গ্রামের মৃত মোহাম্মদ মিয়ার পুত্র ব্যবসায়ী জয়নাল আবেদীন ঝুন্টুর সাথে সমাজের আধিপত্য বিস্তার নিয়ে একই এলাকার দলিলুর রহমানের পুত্র নুরুল আবছারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে গত মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৯ টার দিকে তারাবিহ নামাযের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে অন্তত আরো ২ জন। ইলশা গ্রামে এর পূর্বেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়। নুরুল আবছার দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে স্থানীয়দের উপর জুলম, অত্যাচার করতো বলে জানা যায়। মানুষের স্বাভাবিক চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অহেতুক ঘটনার সৃষ্টি করেন বলেও জানায় স্থানীয়রা।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার পূর্ব ইলশা গ্রামে সংঘর্ষের ঘটনায় এক যুবকের নিহতের বিষয় সত্যতা নিশ্চিৎ করেন। তিনি বলেন, আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক প্রেরণ করা হবে। এই ঘটনার সাথে জড়িত সকল কে আইনের আওতায় আনা হবে এবং ঘটনার সাথে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের চেষ্টা অভ্যাহত আছে বলেও জানান তিনি।
উল্লেখ্য গতকাল সকালে পূর্ব শত্রুতার জের ধরে দক্ষিণ সাধনপুরে এক ট্রাক চালক খুন হওয়ার একদিন পূর্ণ না হতেই বাহারছড়া ইলশা গ্রামে এই খুনের ঘটনা ঘটে। হাফেজে কোরআনের খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন