বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

মাস্টার নজির আহমদ ট্রাস্ট'র পক্ষ থেকে বাঁশখালী উপজেলায় ত্রাণ বিতরণ কর্মসূচি চলমান

জনপদ সংবাদঃ দেশের চলমান করােনা সংকটে বাঁশখালী উপজেলায় দুর্দশাগ্রস্থ মানুষের পাশে বরাবরের মতো মাস্টার নজির আহমদ ট্রাস্ট আর্তমনবতার সেবায় কাজ করে যাচ্ছেন। প্রতিবারের ন্যায় ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমানের তদারকিতে প্রতিনিধিদল বাঁশখালী উপজেলার প্রত্যেক  ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখছেন। 
ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এ পর্যন্ত  সর্বমোট ২৩হাজার পরিবার কে ২৫ কেজি করে চাল বিতরণ চলমান। বাঁশখালীর বিভিন্ন মসজিদের  প্রায় ৫৯০ জন ঈমাম ও মুয়াজ্জিন , ২৭৫ জন কওমী মাদরাসার হুজুরদের কে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে ট্রাস্টের পক্ষ থেকে। চলমান লকডাউনে বাঁশখালীর বাস পরিবহন শ্রমিকের গাড়ীর চাকা বন্ধ হয়ে যায়। মানবিক দৃষ্টিকোণ থেকে মোট তালিকাভুক্ত ৪৪৯ জন শ্রমিকদের ২৫ কেজি করে চাল এবং হাইস পরিবহন শ্রমিকদেরকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও দুবাইতে অবস্থানরত বাঁশখালীর ৭৭৯ জন দুবাইস্থ প্রবাসীদের পরিবারকে এক মাসের খাবার প্রদান করা হয়। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মরত ডাক্তারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষার সরাঞ্জমাধি প্রদান এবং উপজেলার প্রতি ইউনিয়নে ২ হাজার করে মাস্ক বিতরণ করেন।
ট্রাস্টের সদস্য সচিব মজিবুরর রহমান জানান, মাস্টার নজির আহমদ ট্রাস্ট সবসময় অার্তমানবতার পাশে দাঁড়িয়েছিল। দেশের করোনা সংকটকালীন সময়ে গৃহবন্ধী অস্বচ্ছল পরিবার, কর্মহীন শ্রমিক বিশেষ করে যানবাহন শ্রমিকদের সহায়তা প্রদান অব্যাহত রাখছে। বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে ট্রাস্টের প্রতিনিধিদল ত্রাণ বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি সবাইকে সচেতনতা অবলম্বন করে বাড়িতে অবস্থান করতে আহ্বান জানান।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.