advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

সাতকানিয়াকে হারিয়ে ফাইনাল খেলায় বাঁশখালী ক্রিকেট একাডেমীর জয়

নিজস্ব প্রতিবেদকঃ বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে বাঁশখালী ক্রিকেট একাডেমি কতৃক আয়োজিত,  বাঁশখালী ক্রিকেট একাডেমি বনাম সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমির মধ্যে তিন ম্যাচের প্রীতি ক্রিকেট সিরিজের সমাপনী ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গত শনিবার (১২ই সেপ্টেম্বর) সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমির অধিনায়ক মো.আসিফ, বাঁশখালী ক্রিকেট একাডেমির অধিনায়ক এনামুল হক হারুন কে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান।
বাঁশখালী ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে নিধারিত ৪০(৩৮.৩) ওভারে সব কয়টি উইকেট  হারিয়ে ১৯৬ রান করতে সক্ষম হয়।  বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে সাইফুল ৪৩, আরফাত ৪২, দিগন্ত ২০,কিরন ১৩, তারেক ৬, আজিম ৬, রুবেল ৬ রান করে।
সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমির হয়ে সামি ৪টি, রায়হান ৩টি,আসিফ ও তুহিন ১টি করে উইকেট লাভ করে।
জবাবে ১৯৭ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমি নিধারিত ৪০(৩৭.৩) ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমির হয়ে বোরহান ৪৭, রিয়াজ ১৯, সুলাইমান ১৫, সাকিব ১১, আসিফ ১০ রান করে। বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে সাদ্দাম, সাইফুল ও এনাম ২টি করে এবং সোহান ও আশরাফুল ১টি করে উইকেট লাভ করে।
ফলে বাঁশখালী ক্রিকেট একাডেমি ৪০ রানে  জয় লাভ করে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে নেয় বাঁশখালী ক্রিকেট একাডেমি।
উক্ত ফাইনাল খেলায়  ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট একাডেমির সাইফুল এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় মো আসিফ। 
উক্ত ফাইনাল খেলা শেষে এক পুরস্কার  বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়,এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতা ও বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ সভাপতি মোঃ আবদুচ ছবুর বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষ কে শারীরিক, মানসিকভাবে সতেজ রাখতে সহায়তা করে আর তরুন প্রজন্মেকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র খেলাধুলা। তিনি আরো বলেন,লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চালিয়ে গেলে বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকতে সহায়ক হবে এবং সমাজ থেকে বিভিন্ন ধরনের অপরাধ কমে যাবে বলে বলেন তিনি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির প্রধান কোচ ও পরিচালক মোহাম্মদ এরশাদ এবং সাতকানিয়া ক্রিকেট একাডেমীর কোচ তাকিউদ্দিন ফাহাদসহ স্থানীয় ক্রীড়ামদী দর্শকবৃন্দ।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

  • banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই