শিব্বির আহমদ রানাঃ ক্যান্সারে আক্রান্ত হয়ে শিলকুপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মু. সরওয়ার উদ্দিন সিকদার (৪৭) দীর্ঘ পাঁচমাস 'ম্যালিগন্যান্ট মেলানোমা' রোগে চিকিৎসাধীন অবস্থায় থেকে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি ১ কন্যা ও ১ ছেলে সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১০ বছর, সে বাঁশখালী প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজে তৃতীয় শ্রেনীতে পড়ে এবং ছোট ছেলের বয়স ৫ বছর, সেও একই স্কুলে প্লেতে পড়ে। আজ থেকে তাদের বাবা স্কুলে যাওয়ার সময় তাদেরকে সঙ্গ দেবেনা।
মরহুম সরওয়ার সিকদার বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মনকিচর আলী সিকদার বাড়ির নন্না মিয়া সিকদার এর মেঝ ছেলে।
গত শুক্রবার দিবাগত রাত ১০ টা ৪০ মিনিটের সময় চট্টগ্রামস্থ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের সময় আলী সিকদার পাড়া জামে মসজিদ ময়দানে মরহুমের নামাযে জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
নামাযে জানাযায় উপস্থিত ছিলেন, দানবীর ও ব্যবসায়ী মু. নাছির উদ্দিন, বাঁশখালী উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, শিলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, চাম্বল ইউপির চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকসুদ মাসুদ, পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ্ হামিদ, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সদস্য মিজান সিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক দিদারুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কায়েস সরোয়ার সুমন, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন রবিন, শিলকুপ ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক নুরুল আকতার, শিলকুপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
- banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন