বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে অবৈধ ১ সিএনজি স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ির চেচুরিয়া এলাকায় প্রধান সড়কের পশ্চিমে অবৈধভাবে গড়ে ওঠা একটি সিএনজি স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমান করেছে ভ্র্যাম্যমান আদালত। সেই সাথে সিএনজি স্টেশনটিকে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মেহেদী ইসলাম, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ডেপুটি ম্যানেজার কবির আহমদ ও বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আতিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, কয়েক বছর ধরে উপজেলার চেচুরিয়া এলাকায় প্রধানসড়কের পশ্চিমে জনৈক ব্যবসায়ি অনুমোদনবিহীন ও অবৈধ সিএনজি স্টেশন তৈরি করে মালবাহি কাভার্ড ভ্যানে করে বড় বড় সিলিন্ডারে সিএনজি গ্যাস এনে খোলা আকাশের নিচে বিক্রি করে। কর্ণফুলী বিস্ফোরক অধিদপ্তরের কারিগরি টেকনেশিয়ানরা পরিক্ষা করে দেখেন, যা খুবই ঝুঁকিপূর্ণভাবে সিএনজিতে গ্যাস রিফিল করে, এতে করে যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটে যেতে পারে।
সহকারি কমিশনার (ভূমি) মু. আতিকুর রহমান বলেন, অনুমোদন বিহীন, অবৈধভাবে গড়ে উঠা, ঝুঁকিপূর্ণ পরিবেশে গ্যাস রিফিল করার কারণে, জানমালের ক্ষতির আশংকায় গ্যাস আইন ২০১০ এর ১৩ ধারা ও সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি না করে প্রতিঘনফুট ৬৫.৫০ টাকায় বিক্রি করার কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় চেচুরিয়াস্থ অবৈধ গ্যাস স্টেশনটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না নেওয়া পর্যন্ত অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.