বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে নবাগত ওসি’র সাংবাদিকদের মতবিনিময়


বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য ও কর্মরত সংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অফিসার ইনচার্জ (ওসি)’র কাযার্লয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেস ক্লাবের আহবায়ক দিলীপ কুমার তালুকদার, আহবায়ক সদস্য মোহন মিন্টু, অধ্যাপক মো. ইলিয়াছ, গোলাম শরীফ টিটু, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার দে অভি, দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল জব্বার, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি হিমেল বড়ুয়া বাপ্পা, দৈনিক ডেসটিনি প্রতিনিধি শিব্বির আহমদ রানা, বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ ও এসআই আকতার হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় ভুঁইফোড় মোবাইল সর্বস্ব অনলাইনে সংবাদ পরিবেশনের নামে নানা স্থানে চাঁদাবাজি ও পরিচয়দানকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, সংবাদকর্মী এবং থানা প্রশাসন একে অন্যের পরিপূরক। এলাকার আইনশৃঙ্খলা ও মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য্য। বিভিন্ন মামলার দাগী আসামীরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে অপরাধ ঢাকা দেয়ার চেষ্টা করছে। তিনি ভুঁইফোড় সাংবাদিকদের চি‎হ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

-প্রেসবিজ্ঞপ্তি।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.