প্রেসবিজ্ঞপ্তিঃ বাঁশখালী প্রেস ক্লাবের এক বর্ধিত সভা ২৭ নভেম্বর শুক্রবার সকালে প্রেস ক্লাবের আহ্বায়ক দিলীপ কুমার তালুকদরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাঁশখালী প্রেস ক্লাবের দুই যুগ পূর্তি ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বিভিন্ন দৈনিকে প্রেস ক্লাবের সদস্যপদ প্রদানের জন্য আলোচনা করা হয়।
সভায় এক প্রস্তাবে বলা হয়, বাঁশখালী প্রেস ক্লাব থেকে ২০০১ সালে বহিস্কৃত এক সদস্যের বিরুদ্ধে বাঁশখালীর বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে বাঁশখালী প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে সুবিধা আদায়ের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এতে বাঁশখালী প্রেস ক্লাবের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে পরিচয় প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আলোচনায় অংশ নেন, মোহন মিন্টু, অনুপম কুমার অভি, অধ্যাপক মো. ইলিয়াছ, গোলাম শরীফ টিটু, কল্যাণ বড়ুয়া, আব্দুল মতলব কালু, আবু বক্কর বাবুল, শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, শফকত হোসাইন চাটগামী, আবদুল জব্বার প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন