শিব্বির আহমদ রানাঃ গতকাল দুপুরে বাংলাদেশের উপকূলবর্তি অঞ্চলে ঘূর্ণিঝড় নিধিলির প্রভাব বয়ে যায়। বড়ধরণের কোনো দুর্ঘটনা সংঘটিত না হলেও সমুদ্রে অবস্থানরত কয়েকটি বোট ও জেলে নিখোঁজের খবর পাওয়া যায়।
সর্বশেষ খবর নিয়ে জানা যায়, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বাঁশখালী উপজেলার চাম্বল বাংলাবাজার ঘাট থেকে এক সপ্তাহ আগে ছেড়ে যাওয়া বাংলাবাজরস্থ মো. ইলিয়াছের মালিকানাধিন এফবি মায়ের দোয়া ফিশিংবোট বঙ্গোপসাগরে দূর্ঘটনায় পতিত হয়। এসময় ওই বোটে থাকা ১৩-১৪ মাঝিমাল্লা অন্য বোটে উঠে প্রাণে রক্ষা পায়। নিখোঁজ হওয়া বোটের সন্ধানে অন্যান্য বোট খবর নিচ্ছে বলে জানিয়েছেন বাংলাবাজার বোট মালিক সমিতির সভাপতি মো. হেফাজ উদ্দিন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে নিখোঁজ হওয়া বোটের সন্ধান পাওয়া গেছে বলে জানান বোটের মালিক মো. ইলিয়াছ। আজ (১৮ নভেম্বর) সকালে অপর চারটি বোট নিখোঁজ হওয়া বোটটি উদ্ধার করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান ওই বোটের মালিক।
এদিকে কালকের ঘটনায় বাঁশখালী থেকে যাওয়া শেখেরখীলের কয়েকটি বোটের সন্ধান পাওয়া না গেলেও পরে জানা যায় সুন্দরবন এলাকায় বোটগুলো অবস্থান করেছে।
শেখেরখীল বোট মালিক সমিতির সেক্রেটারি মো. আবদুস শুক্কুর জানান, নেটওয়ার্কের বাইরে থাকায় তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছেনা। কোস্টগার্ডের লোকজনের সাথে কথা হয়েছে। বড়ধরনের কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তারা। সাগর স্বাভাবিক হয়েছে খুব শিগগির তারা গন্তব্যে ফিরবে বলে জানান তিনি।
চট্টগ্রাম কোস্টগার্ডের মিডিয়া বিভাগের কর্মকর্তার সাথে কথা হলে কর্তব্যরত এক কর্মকর্তা জানান, বাঁশখালী থেকে কোনো বোট দুর্ঘটনায় পতিত হওয়ার ও জেলে নিখোঁজের কোনো খবর আমাদের কাছে নাই। এ জাতীয় খবর থাকলে আমাদের জানানোর জন্য অনুরুধ রইলো। আমরা খবর পেলে ব্যবস্থাগ্রহণ করবো। তবে বড়ধরণের দুর্ঘটনার খবর এ পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন