শিব্বির আহমদ রানা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই দেশে ৫ম বারের মতো অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের দামামা বেজে উঠেছে। দলীয়ভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ বাঁশখালী উপজেলা শাখার মতামত নিয়ে ৪ জনের নাম কেন্দ্রে প্রস্তাব পাঠালেও মুলত; খোরশেদ ও গালিব এই দুজনের একজনই হচ্ছেন নৌকার কান্ডারী এমনটা গুঞ্জন শুরু হয় বাঁশখালী আওয়ামীলীগ পরিবারে।
অবশেষে অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরীর পুত্র তরুণ রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব নৌকা প্রতিকে চেয়ারম্যানপদে মনোনয়ন পেলেন।
গত শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দলীয় মনোয়ন চূড়ান্ত হলে পরর্বতীতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ইসির ঘোষিত তারিখ অনুযায়ী চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও শেষ পযর্ন্ত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি সুলতান উল কবির চৌধুরীর পুত্র চৌধুরী মুহাম্মদ গালিব।
চৌধুরী মুহাম্মদ গালিব বাঁশখালীর আপামর জনতার কাছে দোয়া চেয়েছেন। তিনি নির্বাচিত হলে বাঁশখালী উপজেলাকে সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন।
এদিকে বিএনপিসহ বিরোধীদলগুলো নির্বাচনে অংশ না নিলে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হতে পারে আওয়ামীলীগের মনোনিত ওই প্রার্থী।
[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]
[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন