জনপদ ডেস্ক: হযরত মাওলানা আব্দুল হক (রহ:) ও মরহুম শাহসুফি হাজ্বী বদিউর রহমান কতৃক প্রতিষ্ঠিত দক্ষিণ চট্টলার বাঁশখালী উপজেলার পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার ৯৫তম বার্ষিক মাহ্ফিল ও মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা মুহাম্মদ শফী (রহঃ) সহ মরহুমান আসাতিজায়ে কেরামের ইছালে ছাওয়াব মাহ্ফিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্যের উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে আগামী মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হবে।
শাহসুফী আলহাজ্ব হযরত মাওলানা ইছহাক হুজুর এর সভাপতিত্বে প্রধান বক্তার আলোচনা পেশ করবেন, শায়খুল হাদিস অধ্যাপক ড. মুহাম্মদ নিজাম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আরবি বিভাগ। বিশেষ বক্তা হিসেবে তফসির পেশ করবেন, পতেঙ্গা ইসলামীয়া আলীয়া মাদরাসার শিক্ষক অধ্যাপক মাহমুদুল হাসান, দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান সহ বরেণ্য ওলামা মাশায়েক বৃন্দ।
মাদরাসার প্রধান পৃষ্টপোষক ও সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মীম ছিদ্দিক ফারুকী ও অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইছমাইল সর্বস্তরের তাওহীদি মুসলিমদের দ্বীনি দাওয়াত প্রদান করেন এবং সকলের সার্বিক সহযোগীতা ও উপস্থিতি কামনা করেন।
[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন