জনপদ প্রতিনিধিঃ বাঁশখালী পৌরসভাধীন বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার ও স্কুল ডায়েরি বিতরন, মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন এবং অভিভাবক সমাবেশ স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক সমিতির উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসএমসি সভাপতি তোফাইল বিন হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান। শিক্ষক সুচন্দা রানী দে এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশ। বক্তব্য রাখেন এসএমসি সহ-সভাপতি এম আনিসুর রহমান, সদস্য শহিদুল হক চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন এসএমসি সদস্য রৌশনুজ জাহান মুক্তা, টিনা ধর, পিটিএ সভাপতি মহিউদ্দিন, সহ-সভাপতি আজিজ আহমদ, সদস্য ফরিদ আহমদ, আলীমুল্লাহ আলম, ইশরাত জাহান, খালেদা বেগম, শিক্ষক উৎপল দেব, মোরশেদা বেগম, রোকেয়া বেগম, কুমকুম জাহান, মোকাদ্দেছা খানম ও রৌশন মরতুজা আজাদ।
সভায় ২০১৮ সালে বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ১৫ জন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮ জন, মহান স্বাধীনতা দিবসে উপজেলা পর্যায়ে ডিসপ্লে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলের ৩৫ জন শিক্ষার্থী, ডিসপ্লে দল তৈরিকারী শিক্ষক সুচন্দা রানী দে ও অফিস সহায়ক হামিদ উল্লাহকে পুরস্কৃত করা হয়।
গত শনিবার এসএমসি ও পিটিএ এর যৌথ উদ্যোগে ৩য় থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে স্কুল ডায়েরি এবং ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে নবরূপে সজ্জিত মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন প্রধান অতিথি।
বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন