জনপদ সংবাদদাতাঃ তল্লাশি চৌকি বসিয়ে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গল বার (২১ জুন) রাত সাড় ১০ টায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিন পুঁইছড়ির ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মুহাম্মদ নুরুন্নবী প্রকাশ বাবুল (২২) নামের যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী নুরুন্নবী প্রকাশ বাবুল কক্সবাজার জেলার টেকনাফ থানাধিন হ্নীলা ইউপি'র ৬ নম্বর ওয়ার্ডের উলা চামারী এলাকার নুর হোসেনের পুত্র।
বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, 'এ সংক্রান্তে আজ বুধবার (২২ জুন) বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।'
মাদকের বিরোদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন